সাড়া জাগানো সেই দোস্তিতে ফাঁটল! (ভিডিওসহ)
হয়তো অনেকেরই মনে আছে বাঘ-ছাগলের সেই বন্ধুত্বের খবরটি! বাঘটিকে খাওয়ার জন্য দেয়া ছাগলের সাথে ঘটনা পরিক্রমা গড়ে উঠেছিল বন্ধুত্ব। তার একটি ভিডিও ওয়েব দুনিয়ায় ভাইরাল হয়েছিল। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো গতকাল শুক্রবার তাদের মধ্যে দোস্তির অবসান ঘটেছে। হয়েছে ঝগড়াঝাটি, মারামারিও। শেষমেষ চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদেরকে আলাদা করে দিতে বাধ্য হয়েছে। চিকিৎসাধীন রয়েছে ছাগল বন্ধুটি। তাদের বন্ধুত্বের শুরুটা হয়েছিল বেশ অদ্ভুতভাবে। সাইবেরিয়ার ফার ইস্ট চিড়িয়াখানার সাফারি পার্কের বাসিন্দা একটি বাঘকে খাবার হিসেবে দেয়া হয়েছিল একটি বড় ধরনের ছাগল (পরবর্তীতে তাদেরকে নামকরণ করা হয়েছিল যথাক্রমে আমুর ও তিমুর)। কিন্তু আমুরের এলাকায় ঢুকে ভয়ে পালাবার বদলে বিশাল আকৃতির বাঘকেই ছোট্ট করে গুঁতিয়ে দেয় তিমুর। ওই এক গুঁতোতেই ম্যাজিক! পাল্টা আক্রমণ করা তো দূরের কথা, আমুর রীতিমত ফ্যান হয়ে যায় তিমুরের। শুরু হয় এক অদ্ভুত বন্ধুত্ব। তাদের এক সঙ্গে খেলে বেড়ানো, বসবাসের ভিডিও হয়ে ওঠে সুপারহিট। কিন্তু হঠাৎ করে কেন এমন দুঃসময় এসে গেল? সাফারি পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েক দিন ধরেই আমুরকে ভীষণ জ্বালাতন করছিল তিমুর। যখন তখন ঝাঁপিয়ে পড়ছিল আমুরের ঘাড়ে। ইচ্ছেমতো গুঁতোচ্ছিল। লাথি মারছিল। বন্ধুত্বের খাতিরে বেশ কিছু দিন এই অত্যাচার সহ্য করে গেছে সাইবেরিয়ান টাইগার। ২৯ তারিখ তার ধৈর্যের বাঁধ ভাঙে। তবে বেশি কিছু করেনি। সবক শেখাবার জন্য প্রচণ্ড বিরক্তিতে তিমুরের ঘেঁটি চেপে ধরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর আমুরের খাচা থেকে জলদি তিমুরকে সরিয়ে নিয়ে যান সাফারির লোকজন। এখন চিকিত্সা চলছে আহত তিমুরের। অবশ্য সাফারি পরিচালকের মতে, আশপাশে এক বাঘিনীর আগমন হওয়ায় আমুরের বন্ধুত্বে কয়েকদিন কিঞ্চিত টান পড়ছিল। আপাতত ঝুঁকি না নিয়ে দু’জনকে আলাদা রাখা হলেও, কর্তৃপক্ষের আশা ঝগড়া মিটিয়ে ফের একদিন কাছাকাছি আসবে আমুর আর তিমুর। তাদের বন্ধুত্বের সেই ভিডিও : - full movie online download.